1
লূক 15:20
কিতাবুল মোকাদ্দস
পরে সে উঠে তার পিতার কাছে আসল। সে দূরে থাকতেই তার পিতা তাকে দেখতে পেলেন ও করুণাবিষ্ট হলেন, আর দৌড়ে গিয়ে তার গলা ধরে তাকে চুম্বন করতে থাকলেন।
താരതമ്യം
লূক 15:20 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
লূক 15:24
কারণ আমার এই পুত্র মারা গিয়েছিল, এখন বেঁচে উঠেছে; হারিয়ে গিয়েছিল, এখন পাওয়া গিয়েছে। তাতে তারা আমোদ প্রমোদ করতে লাগল।
লূক 15:24 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
লূক 15:7
আমি তোমাদেরকে বলছি, তেমনি এক জন গুনাহ্গার মন ফিরালে বেহেশতে আনন্দ হবে; যাদের মন ফিরানো আবশ্যক নয়, এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হবে না।
লূক 15:7 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
লূক 15:18
আমি উঠে আমার পিতার কাছে যাব, তাঁকে বলবো, আব্বা, বেহেশতের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি গুনাহ্ করেছি
লূক 15:18 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
লূক 15:21
তখন পুত্র তাঁকে বললো, আব্বা, বেহেশতের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি গুনাহ্ করেছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই।
লূক 15:21 പര്യവേക്ഷണം ചെയ്യുക
6
লূক 15:4
তোমাদের মধ্যে কোন ব্যক্তির একশত ভেড়া আছে ও সেসব ভেড়ার মধ্য থেকে একটি ভেড়া হারিয়ে যায় তবে কি সে নিরানব্বইটা মরুভূমিতে ছেড়ে দিয়ে যে পর্যন্ত সেই হারানোটি না পায়, সেই পর্যন্ত তার খোঁজ করতে যায় না?
লূক 15:4 പര്യവേക്ഷണം ചെയ്യുക
ഭവനം
വേദപുസ്തകം
പദ്ധതികൾ
വീഡിയോകൾ