1
যোহন 20:21-22
বাংলা সমকালীন সংস্করণ
যীশু আবার বললেন, “তোমাদের শান্তি হোক! পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমন তোমাদের পাঠাচ্ছি।” একথা বলে তিনি তাদের উপর ফুঁ দিয়ে বললেন, “পবিত্র আত্মাকে গ্রহণ করো।
Харьцуулах
যোহন 20:21-22 г судлах
2
যোহন 20:29
যীশু তখন তাঁকে বললেন, “তুমি আমাকে দেখেছ বলে বিশ্বাস করেছ, কিন্তু ধন্য তারা, যারা আমাকে না দেখেও বিশ্বাস করেছে।”
যোহন 20:29 г судлах
3
যোহন 20:27-28
তারপর তিনি থোমাকে বললেন, “এখানে তোমার আঙুল রাখো। আমার হাত দুটি দেখো। তোমার হাত বাড়িয়ে দাও, আমার বুকের পাশে রাখো। সন্দেহ কোরো না ও বিশ্বাস করো।” থোমা তাঁকে বললেন, “প্রভু আমার, ঈশ্বর আমার!”
যোহন 20:27-28 г судлах
Нүүр хуудас
Библи
Тѳлѳвлѳгѳѳ
Видео