1
লূকলিখিত সুসমাচার 17:19
পবিত্র বাইবেল
এরপর যীশু সেই লোকটিকে বললেন, “ওঠ, যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছে।”
Харьцуулах
লূকলিখিত সুসমাচার 17:19 г судлах
2
লূকলিখিত সুসমাচার 17:4
সে যদি এক দিনে সাতবার তোমার বিরুদ্ধে পাপ করে আর সাতবারই তোমার কাছে ফিরে এসে বলে, ‘আমি অনুতপ্ত,’ তবে তাকে ক্ষমা কর।”
লূকলিখিত সুসমাচার 17:4 г судлах
3
লূকলিখিত সুসমাচার 17:15-16
কিন্তু তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তখন যীশুর কাছে ফিরে এসে খুব জোর গলায় ঈশ্বরের প্রশংসা করতে লাগল। সে যীশুর সামনে উপুড় হয়ে পড়ে তাঁকে ধন্যবাদ জানাল। (এই লোকটি ছিল অইহুদী শমরীয়।)
লূকলিখিত সুসমাচার 17:15-16 г судлах
4
লূকলিখিত সুসমাচার 17:3
তোমরা নিজেদের বিষয়ে সাবধান! “তোমার ভাই যদি পাপ করে, তাকে তিরস্কার কর। সে যদি অনুতপ্ত হয় তবে তাকে ক্ষমা কর।
লূকলিখিত সুসমাচার 17:3 г судлах
5
লূকলিখিত সুসমাচার 17:17
এই দেখে যীশু তাকে বললেন, “তোমাদের মধ্যে দশ জনই কি আরোগ্য লাভ করেনি? তবে বাকী নজন কোথায়?
লূকলিখিত সুসমাচার 17:17 г судлах
6
লূকলিখিত সুসমাচার 17:6
প্রভু বললেন, “একটা সরষে দানার মতো এতটুকু বিশ্বাস যদি তোমাদের থাকে, তাহলে এই তুঁত গাছটাকে তোমরা বলতে পার, ‘শেকড়শুদ্ধ উপড়ে নিয়ে সমুদ্রে নিজেকে পোঁত!’ আর দেখবে সে তোমাদের কথা শুনবে।
লূকলিখিত সুসমাচার 17:6 г судлах
7
লূকলিখিত সুসমাচার 17:33
“যে তার জীবন নিরাপদ রাখতে চায়, সে তা খোয়াবে; আর যে তার জীবন হারায়, সেই তা বাঁচিয়ে রাখবে।
লূকলিখিত সুসমাচার 17:33 г судлах
8
লূকলিখিত সুসমাচার 17:1-2
যীশু তাঁর অনুগামীদের বললেন, “পাপের প্রলোভন সব সময়ই থাকবে, কিন্তু ধিক্ সেই লোক যার মাধ্যমে তা আসে। এই ক্ষুদ্রতমদের মধ্যে একজনকেও কেউ যদি পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় এক পট্টি জাঁতা বেঁধে তাকে সমুদ্রের অতল জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে ভাল।
লূকলিখিত সুসমাচার 17:1-2 г судлах
9
লূকলিখিত সুসমাচার 17:26-27
“নোহের সময়ে যেমন হয়েছিল, মানবপুত্রের সময়েও তেমনি হবে। যে পর্যন্ত না নোহ জাহাজে উঠলেন আর বন্যা এসে লোকদের ধ্বংস করল, সেই সময় পর্যন্ত লোকেরা খাওয়া দাওয়া করছিল, বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল।
লূকলিখিত সুসমাচার 17:26-27 г судлах
Нүүр хуудас
Библи
Тѳлѳвлѳгѳѳ
Видео