লুক 16
16
অবিশ্বস্ত দেওয়ান
1যীশু তাঁর শিষ্যদের বললেন, এক ধনী ব্যক্তির একজন দেওয়ান ছিল। তাঁর কাছে দেওয়ানের নামে অভিযোগ এল যে, সে তাঁর সম্পত্তি নষ্ট করছে। 2তিনি তখন তাকে ডেকে বললেন, তোমার নামে এসব কি শুনছি? তোমার হিসাবপত্র সব বুঝিয়ে দাও, দেওয়ানী পদে তোমাকে আর রাখা হবে না। 3দেওয়ান তখন মনে মনে ভাবতে লাগল, ‘আমার মনিব তো আমার দেওয়ানী পদ কেড়ে নিচ্ছেন, এবার আমি কি করি। মাটি কাটার মত শক্তি আমার নেই, ভিক্ষা করতেও লজ্জা করবে। 4ঠিক আছে, তাহলে এক কাজ করি। চাকরি গেলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয় তার ব্যবস্থা করি।’ 5তখন সে তার মনিবের খাতকদের একে একে ডেকে পাঠাল। প্রথম জনকে সে জিজ্ঞাসা করল, ‘আমার মনিবের কাছে তোমার ধার কত?’ 6সে বলল, ‘একশো মণ তেল।’ দেওয়ান তাকে বলল, ‘এই নাও তোমার ঋণপত্র। তাড়াতাড়ি এতে পঞ্চাশ লিখে দাও।’ 7তারপর, সে আর একজনকে ডেকে জিজ্ঞাসা করল, ‘তোমার দেনা কত?’ সে বলল, ‘একশো বস্তা গম।’ তখন দেওয়অন তাকে বলল, ‘এই নাও ঋণপত্র, লেখ আশী।’ 8সেই অসৎ দেওয়ান বুদ্ধিমানেরর মত কাজ করেছিল বলে তার মনিব তার প্রশংসা করলেন। বাস্তবিক, এই যুগের জাগতিক মনোভাবাপন্ন লোকেরা তাদের সমকালীন আলোকপ্রাপ্ত লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান।#ইফি 5:8; ১ থিষ 5:5 9তাই তোমাদের আমি বলছি, জাগতিক সম্পদ দিয়ে তোমরা মৈত্রী অর্জন কর, যেন ধন-সম্পদ নিঃশেষ হয়ে গেলে শাশ্বতলোকে তোমরা স্থান পেতে পার।#লুক 14:14; মথি 6:20; 19:21; ১ তিম 6:17-21
10সামান্য বিষয়ে যে বিশ্বস্ত, বহু বিষয়েও সে বিশ্বস্ত, এবং সামান্য বিষয়ে যে অসৎ বহু বিষয়েও সে অসৎ।#লুক 19:17 11সুতরাং জাগতিক ধনসম্পদ সম্বন্ধে যদি তুমি বিশ্বস্ত না হও, তাহলে প্রকৃত সম্পদ কে বিশ্বাস করে তোমার কাছে রাখবে? 12অন্যের জিনিস সম্বন্ধে তোমরা যদি বিশ্বস্ত না হও, তবে তোমাদের নিজের জিনিসই বা তোমাদের কে দেব? 13কোনও দাস দুইজন প্রভুর সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে এবং অপরজনকে ভালবাসবে অথবা সে একজনের প্রতি অনুরক্ত থাকবে এবং অপরজনকে অবজ্ঞা করবে।#মথি 6:24
যীশুর কতকগুলি উক্তি
(মথি 11:12-13; 5:31-32; মার্ক 10:11-12)
14অর্থলোভী ফরিশীরা এই সমস্ত কথা শুনে যীশুকে বিদ্রূপ করতে লাগল। 15কিন্তু তিনি বললেন, তোমরা মানুষের কাছে নিজেদের ধার্মিক বলে পরিচয় দাও কিন্তু ঈশ্বর তোমাদের অন্তর জানেন। মানুষের চোখে যা প্রশংসনীয়, ঈশ্বরের কাছে তা ঘৃণ্য।#লুক 18:9-14; মথি 23:28; ১ শমু 16:7; গীত 7:9; হিতো 21:2
16বাপ্তিষ্মদাতা যোহনের আমল পর্যন্ত মোশির বিধান ও নবীদের বাণীর কার্যকারিতা চিল। তারপর থেকে ঈশ্বরের রাজের সুসমাচার প্রচারিত হচ্ছে এবং প্রত্যেকেই সেই রাজ্যে জোর করে প্রবেশ করছে।#মথি 11:12-13 17আকাশ ও পৃথিবী লোপ পেতে পারে, কিন্তু ঐশবিধানের বিন্দু-বিসর্গটি পর্যন্ত লোপ পাবে না।#মথি 5:18; লুক 21:33
18নিজের স্ত্রীকে পরিত্যাগ করে যে আর একজনকে বিবাহ করে, সে ব্যভিচার করে এবং সেই স্বামী-পরিত্যক্তা স্ত্রীকে যে বিবাহ করে সেও ব্যভিচার করে।#মথি 5:32; 19:9
ধনী ব্যক্তি ও লাসারের কাহিনী
19একজন ধনী ব্যক্তি ছিল, সে বেগুনী রং-এর মিহি রেশমী পোষাক পরতো এবং প্রতিদিন জাঁক-জমকের সঙ্গে খাওয়া-দাওয়া করত। 20তার দুয়ারের কাছে লাসার নামে একটি গরীব লোক বসে থাকত, সর্বাঙ্গ তার ঘায়ে ভরা। 21সেই ধনীর টেবিল থেকে পড়ে যাওয়া খাবারের টুকরোগুলি দিয়েই সে পেট ভরাতো। কুকুরেরা এসে তার ঘা চাটতো।#মথি 15:27 22একদিন সেই গরীব লোকটি মারা গেল। স্বর্গদূতেরা তাকে নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসিয়ে দিলেন। সেই ধনী লোকটিও একদিন মারা গেল এবং তাকে কবর দেওয়া হল। 23নরকে নিদারুণ যন্ত্রণায় অস্থির হয়ে সে চোখ তুলে তাকাল এবং দূর থেকে অব্রাহাম ও তাঁর কোলে লাসারকে দেখতে পেল। 24সে তখন চেঁচিয়ে বলল, ‘পিতা অব্রাহাম, আমার প্রতি দয়া করুন। লাসারকে এখানে পাঠিয়ে দিন, সে এসে আঙ্গুলের ডগায় করে জল দিয়ে আমার জিভ শীতল করে দিক। এই আগুনে আমি বড় যন্ত্রণা ভোগ করছি।’ 25কিন্তু অব্রাহাম বললেন, ‘বৎস, মনে করে দেখ, বেঁচে থাকতে তুমি কত ভাল ভাল জিনিষ ভোগ করেছ, আর এই লাসার তেমনি কষ্ট পেয়েছে। তাই এখানে সে এখন সুখে আছে আর তুমি যন্ত্রণা পাচ্ছ। 26তা ছাড়া তোমার ও আমাদের মাঝখানে বিরাট এক শূন্যের ব্যবধান আছে, যাতে এখান থেকে কেউ তোমাদের কাছে যেতে চাইলে যেতে না পারে এবং তোমাদের ওখান থেকে কেউ যেন পার হয়ে এখানে আসতে না পারে।’ 27তখন সে বলল, ‘তবে আমার এই ভিক্ষা পিতা, আমার পিতার গৃহের লোকদের কাছে ওকে পাঠিয়ে দিন। 28সেখানে আমার পাঁচটি ভাই আছে। ও গিয়ে সাবধান করে দিক যেন তারাও এই যন্ত্রণাময় জায়গায় এসে না পড়ে।’ 29কিন্তু অব্রাহাম বললেন, ‘তাদের জন্য মোশি ও নবীরা আছেন, তাঁদেরই কথা তারা শুনুক।’#২ তিম 3:16 30সে তখন বলল, ‘না পিতা অব্রাহাম, মৃত্যুলোক থেকে কেউ যদি তাদের কাছে যায়, তাহলে তারা হৃদয় পরিবর্তন করবে।’ 31অব্রাহাম তাকে বললেন, ‘মোশি ও নবীদের কথা যদি তারা না শোনে, তবে মৃত্যুলোক থেকে উঠে কেউ গেলেও তারা তাকে বিশ্বাস করবে না।’#যোহন 5:45-47
अहिले सेलेक्ट गरिएको:
লুক 16: BENGALCL-BSI
हाइलाइट
शेयर गर्नुहोस्
कपी गर्नुहोस्
तपाईंका हाइलाइटहरू तपाईंका सबै यन्त्रहरूमा सुरक्षित गर्न चाहनुहुन्छ? साइन अप वा साइन इन गर्नुहोस्
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.