পয়দায়েশ 7

7
মহাবন্যা
1আর মাবুদ নূহ্‌কে বললেন, তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখেছি। 2তুমি পাক-পবিত্র পশুর স্ত্রী-পুরুষ নিয়ে প্রত্যেক জাতের সাত জোড়া করে এবং নাপাক পশুর স্ত্রী-পুরুষ নিয়ে প্রত্যেক জাতের এক জোড়া করে, 3এবং আসমানের পাখিদেরও স্ত্রী-পুরুষ নিয়ে প্রত্যেক জাতের সাত জোড়া করে, সারা দুনিয়াতে তাদের বংশ রক্ষা করার জন্য নিজের সঙ্গে রাখ। 4কেননা সাত দিন পর আমি দুনিয়াতে চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি বর্ষণ করে আমার সৃষ্ট যাবতীয় প্রাণীকে দুনিয়া থেকে মুছে ফেলবো। 5তখন নূহ্‌ মাবুদের হুকুম অনুসারে সমস্ত কাজ করলেন।
6নূহের ছয় শত বছর বয়সে দুনিয়াতে বন্যা আরম্ভ হল। 7বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য নূহ্‌ ও তাঁর পুত্ররা এবং তাঁর স্ত্রী ও পুত্রবধূরা জাহাজে প্রবেশ করলেন। 8নূহের প্রতি আল্লাহ্‌র হুকুম অনুসারে পাক ও নাপাক পশুর, 9এবং পাখির ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী-পুরুষ জোড়া জোড়া করে জাহাজে নূহের কাছে প্রবেশ করলো। 10পরে সেই সাত দিন গত হলে দুনিয়াতে বন্যা আরম্ভ হল।
11নূহের বয়সের ছয় শত বছরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে ভূগর্ভস্থ সমস্ত উৎসমুখ খুলে গেল এবং আসমানের জানালাগুলো খুলে গেল; 12তাতে দুনিয়াতে চল্লিশ দিন আর চল্লিশ রাত ভীষণ বৃষ্টি হল। 13সেদিন নূহ্‌ এবং সাম, হাম ও ইয়াফস নামে নূহের পুত্ররা এবং তাঁদের সঙ্গে নূহের স্ত্রী ও তিন পুত্রবধূ জাহাজে প্রবেশ করলেন। 14আর তাঁদের সঙ্গে সব জাতের বন্য পশু, সব জাতের গৃহপালিত পশু, সব জাতের ভূচর সরীসৃপ ও সব জাতের পাখি, সব জাতের খেচর, 15প্রাণবায়ুবিশিষ্ট সব রকমের জীবজন্তু জোড়ায় জোড়ায় জাহাজে নূহের কাছে প্রবেশ করলো। 16ফলত তাঁর প্রতি আল্লাহ্‌র হুকুম অনুসারে সমস্ত প্রাণীর স্ত্রী-পুরুষ প্রবেশ করলো। পরে মাবুদ তাঁর পেছনের দরজা বন্ধ করে দিলেন।
17আর চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াতে বন্যা হল; তাতে পানি বৃদ্ধি পেয়ে জাহাজ ভাসালে তা মাটি ছেড়ে উপরে ভেসে উঠলো। 18পরে পানি প্রবল হয়ে দুনিয়াতে অতিশয় বৃদ্ধি পেল এবং জাহাজ পানির উপরে ভাসতে লাগল। 19আর দুনিয়াতে পানি অত্যন্ত প্রবল হল, আসমানের নিচে সমস্ত মহাপর্বত ডুবে গেল। 20তার উপরে পনের হাত পানি উঠে প্রবল হল, পর্বতগুলো ডুবে গেল। 21তাতে ভূচর যাবতীয় প্রাণী— পাখি, গৃহপালিত ও বন্য পশু, ভূচর সরীসৃপ এবং মানুষ সকলই মারা গেল। 22স্থলচর যত জীবন্ত প্রাণী ছিল, সকলেই মারা গেল। 23এভাবে দুনিয়া নিবাসী সমস্ত প্রাণী— মানুষ, পশু, সরীসৃপ ও আসমানের পাখি দুনিয়া থেকে মুছে গেল, কেবল নূহ্‌ ও তাঁর সঙ্গী জাহাজের প্রাণীরা বেঁচে রইলেন। 24আর পানি দুনিয়ার উপরে এক শত পঞ্চাশ দিন পর্যন্ত প্রবল থাকলো।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på