আদি পুস্তক ভূমিকা

ভূমিকা
আদি পুস্তকে এবং মোশির লেখা অন্যান্য পুস্তকগুলিতে (যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক ও দ্বিতীয় বিবরণ) ইস্রায়েল জাতির ধারাবাহিক ইতিহাসের মুখবন্ধ তুলে ধরা হয়েছে, যা রয়েছে বাইবেলের প্রথম এক-চতুর্থাংশ জুড়ে। পরম্পরাগতভাবে মোশিকেই আদি পুস্তকের রচয়িতার স্বীকৃতি দেওয়া হয়, যিনি মিশর দেশ থেকে মুক্ত হতে ইস্রায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন।
আদি পুস্তকে বলা হয়েছে, সমগ্র মানবজাতির জন্য ঈশ্বরের যে পরিকল্পনা, তার মধ্যে কীভাবে একটি জাতি গুরুত্বপূর্ণ এক ভূমিকা গ্রহণ করেছিল। প্রথমদিকে ঈশ্বরের উত্তম সৃষ্টির মধ্যে যে শৃঙ্খলা ও সমন্বয় ছিল, মানুষের অবাধ্যতা ও অহংকারে ভরা ধ্বংসাত্মক ঘটনাবলি তা বিপর্যস্ত করে তোলে। এরপর থেকেই শুরু হল, মানুষের হিংস্রতা, অন্যায়-অবিচার ও দুঃখদুর্দশা, যার পরিণতিতে ঈশ্বর মানুষকে দোষী সাব্যস্ত করলেন এবং মহাজলপ্লাবনের দ্বারা মানুষের দুষ্টতাকে দমন করে তাদের শাস্তি দিলেন। এরপর ঈশ্বর অব্রাহাম ও তার বংশধরদের সঙ্গে একটি চুক্তি স্থাপন করলেন, ফলে এই কাহিনির একটি ধারাবাহিক ও মূল পরিকাঠামো তৈরি হল। পৃথিবীর সকল জাতিকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার জন্য অব্রাহামের পরিবার—ইস্রায়েল—হয়ে উঠবে ঈশ্বরের মনোনীত উপায়। আদি পুস্তক শেষ হচ্ছে এক বিশাল জাতিগোষ্ঠী হিসেবে অব্রাহামের বংশধরদের উত্থান ও বৃদ্ধিলাভের ঘটনা দিয়ে। কিন্তু তারা তখন ঈশ্বরের প্রতিশ্রুত দেশে বসবাস করত না। এই কাহিনির পরের অংশ পরবর্তী পুস্তকগুলিতে বর্ণনা করা হয়েছে।
এই পুস্তকটি মোট বারোটি অংশে বিভক্ত, যেগুলিতে একটি বাক্য এগারোবার উচ্চারিত হয়েছে: এই হল বিবরণ। এর প্রতিটি ভাগের শিরোনাম যে ব্যক্তির নামে, তাঁর জীবন ও পরিবারের কথা সেখানে বলা হয়েছে। মানবজাতির ইতিহাস, ইস্রায়েল জাতির মাধ্যমে মানবজাতিকে উদ্ধার ও তাঁর রাজ্যে পুনঃস্থাপন এবং তার জন্য ঈশ্বরের পরিকল্পনার যে সূচনা, সেইসব নথিভুক্ত করার জন্য এই অংশগুলিকে একসঙ্গে সংগ্রথিত করা হয়েছে।

Выделить

Поделиться

Копировать

None

Хотите, чтобы то, что вы выделили, сохранялось на всех ваших устройствах? Зарегистрируйтесь или авторизуйтесь