1
যোহনলিখিত সুসমাচার 4:24
পবিত্র বাইবেল
ঈশ্বর আত্মা, যাঁরা তাঁর উপাসনা করে তাদের আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে।”
Uporedi
Istraži যোহনলিখিত সুসমাচার 4:24
2
যোহনলিখিত সুসমাচার 4:23
সময় আসছে, বলতে কি, তা এসে গেছে, যখন প্রকৃত উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতা ঈশ্বরের উপাসনা করবে। পিতা ঈশ্বরও এইরকম উপাসনাকারীদেরই চান।
Istraži যোহনলিখিত সুসমাচার 4:23
3
যোহনলিখিত সুসমাচার 4:14
কিন্তু আমি যে জল দিই তা যে পান করবে তার আর কখনও পিপাসা পাবে না। সেই জল তার অন্তরে এক প্রস্রবনে পরিণত হয়ে বইতে থাকবে, যা সেই ব্যক্তিকে অনন্ত জীবন দেবে।”
Istraži যোহনলিখিত সুসমাচার 4:14
4
যোহনলিখিত সুসমাচার 4:10
এর উত্তরে যীশু তাকে বললেন, “তুমি যদি জানতে যে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছ থেকে খাবার জন্য জল চাইছেন তাহলে তুমিই আমার কাছে জল চাইতে আর আমি তোমাকে জীবন্ত জল দিতাম।”
Istraži যোহনলিখিত সুসমাচার 4:10
5
যোহনলিখিত সুসমাচার 4:34
তখন যীশু তাঁদের বললেন, “যিনি আমায় পাঠিয়েছেন, তাঁর ইচ্ছা পালন করা ও তাঁর যে কাজ তিনি আমায় করতে দিয়েছেন তা সম্পন্ন করাই হল আমার খাবার।
Istraži যোহনলিখিত সুসমাচার 4:34
6
যোহনলিখিত সুসমাচার 4:11
স্ত্রীলোকটি তাঁকে বলল, “মহাশয়, আপনি কোথা থেকে সেই জীবন্ত জল পাবেন? এই কুয়াটি যথেষ্ট গভীর। জল তোলার কোন পাত্রও আপনার কাছে নেই।
Istraži যোহনলিখিত সুসমাচার 4:11
7
যোহনলিখিত সুসমাচার 4:25-26
তখন সেই স্ত্রীলোকটি তাঁকে বলল, “আমি জানি, মশীহ আসছেন। মশীহকে তারা খ্রীষ্ট বলে। যখন তিনি আসবেন, তখন আমাদের সব কিছু জানাবেন।” যীশু তাকে বললেন, “তোমার সঙ্গে যে কথা বলছে আমিই সেই মশীহ।”
Istraži যোহনলিখিত সুসমাচার 4:25-26
8
যোহনলিখিত সুসমাচার 4:29
“তোমরা এস, একজন লোককে দেখ, আমি যা কিছু করেছি, তিনি আমাকে সে সব বলে দিলেন। তিনিই কি সেই মশীহ নন?”
Istraži যোহনলিখিত সুসমাচার 4:29
Početna
Biblija
Planovi
Video zapisi