1
যোহনলিখিত সুসমাচার 5:24
পবিত্র বাইবেল
“আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার কথা শোনে, আর যিনি আমায় পাঠিয়েছেন তাঁর ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না। সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছে।
Uporedi
Istraži যোহনলিখিত সুসমাচার 5:24
2
যোহনলিখিত সুসমাচার 5:6
যীশু তাকে সেখানে পড়ে থাকতে দেখলেন। তিনি জানতেন যে সে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, তাই তাকে বললেন, “তুমি কি সুস্থ হতে চাও?”
Istraži যোহনলিখিত সুসমাচার 5:6
3
যোহনলিখিত সুসমাচার 5:39-40
তোমরা সকলেই খুব মনোযোগ সহকারে শাস্ত্রগুলি পড়, কারণ তোমরা মনে করো সেগুলির মধ্য দিয়েই তোমরা অনন্ত জীবন লাভ করবে আর সেই শাস্ত্রগুলিই আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। তবু তোমরা সেই জীবন লাভ করতে আমার কাছে আসতে চাও না।
Istraži যোহনলিখিত সুসমাচার 5:39-40
4
যোহনলিখিত সুসমাচার 5:8-9
যীশু তাকে বললেন, “ওঠ! তোমার বিছানা গুটিয়ে নাও, হেঁটে বেড়াও।” লোকটি সঙ্গে সঙ্গে ভাল হয়ে গেল, আর তার বিছানা তুলে নিয়ে হাঁটতে থাকল। এ ঘটনা বিশ্রামবারে ঘটল
Istraži যোহনলিখিত সুসমাচার 5:8-9
5
যোহনলিখিত সুসমাচার 5:19
এর উত্তরে যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি পুত্র নিজে থেকে কিছু করতে পারেন না। পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন। পিতা যা কিছু করেন পুত্রও তাই করেন।
Istraži যোহনলিখিত সুসমাচার 5:19
Početna
Biblija
Planovi
Video zapisi