1
ইউহোন্না 10:10
কিতাবুল মোকাদ্দস
চোর আসে, কেবল যেন চুরি, খুন ও বিনাশ করতে পারে; আমি এসেছি, যেন তারা জীবন পায় ও জীবনের উপচয় পায়।
Thelekisa
Phonononga ইউহোন্না 10:10
2
ইউহোন্না 10:11
আমিই উত্তম মেষপালক; উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে।
Phonononga ইউহোন্না 10:11
3
ইউহোন্না 10:27
আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, আর আমি তাদেরকে জানি এবং তারা আমার পিছনে পিছনে চলে
Phonononga ইউহোন্না 10:27
4
ইউহোন্না 10:28
আর আমি তাদেরকে অনন্ত জীবন দিই, তারা কখনই বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদেরকে কেড়ে নেবে না।
Phonononga ইউহোন্না 10:28
5
ইউহোন্না 10:9
আমিই দ্বার, আমার মধ্য দিয়ে যদি কেউ প্রবেশ করে, সে নাজাত পাবে এবং ভিতরে আসবে ও বাইরে যাবে ও চরানি পাবে।
Phonononga ইউহোন্না 10:9
6
ইউহোন্না 10:14
আমিই উত্তম মেষপালক; আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে
Phonononga ইউহোন্না 10:14
7
ইউহোন্না 10:29-30
আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবচেয়ে মহান; এবং কেউই পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারে না। আমি ও পিতা, আমরা এক।
Phonononga ইউহোন্না 10:29-30
8
ইউহোন্না 10:15
যেমন পিতা আমাকে জনেন ও আমি পিতাকে জানি; এবং মেষদের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি।
Phonononga ইউহোন্না 10:15
9
ইউহোন্না 10:18
কেউ আমার কাছ থেকে তা হরণ করে না, বরং আমি নিজে থেকেই তা সমর্পণ করি। তা সমর্পণ করতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তা গ্রহণ করতেও আমার ক্ষমতা আছে; এই হুকুম আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি।
Phonononga ইউহোন্না 10:18
10
ইউহোন্না 10:7
অতএব ঈসা পুনর্বার তাদেরকে বললেন, সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, আমিই মেষদের দ্বার।
Phonononga ইউহোন্না 10:7
11
ইউহোন্না 10:12
যে বেতনজীবী, মেষপালক নয়, মেষগুলো যার নিজের নয়, সে নেকড়ে বাঘ আসতে দেখলে মেষগুলো ফেলে পালিয়ে যায়; তাতে নেকড়ে বাঘ মেষগুলোকে ধরে নিয়ে যায় ও তারা চারদিকে ছড়িয়ে পড়ে
Phonononga ইউহোন্না 10:12
12
ইউহোন্না 10:1
সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, যে কেউ দ্বার দিয়ে মেষদের খোঁয়াড়ে প্রবেশ না করে, কিন্তু আর কোন দিক দিয়ে প্রবেশ করে, সে চোর ও দস্যু।
Phonononga ইউহোন্না 10:1
Home
Bible
Plans
Videos