1
লূকলিখিত সুসমাচার 10:19
পবিত্র বাইবেল
শোন! সাপ ও বিছেকে পায়ে দলবার ক্ষমতা আমি তোমাদের দিয়েছি; আর তোমাদের শত্রুর সমস্ত শক্তির ওপরে ক্ষমতাও আমি তোমাদের দিয়েছি; কোন কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না।
Confronta
Esplora লূকলিখিত সুসমাচার 10:19
2
লূকলিখিত সুসমাচার 10:41-42
প্রভু তখন মার্থাকে বললেন, “মার্থা, মার্থা তুমি অনেক বিষয় নিয়ে বড়ই উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছ। কিন্তু কেবলমাত্র একটা বিষয়ের প্রয়োজন আছে। আর মরিয়ম সেই উত্তম বিষয়টি মনোনীত করেছে, যা তার কাছ থেকে কখনও কেড়ে নেওয়া হবে না।”
Esplora লূকলিখিত সুসমাচার 10:41-42
3
লূকলিখিত সুসমাচার 10:27
সে জবাব দিল, “‘তোমার সমস্ত অন্তর, মন, প্রাণ ও শক্তি দিয়ে অবশ্যই তোমার প্রভু ঈশ্বরকে ভালবাসো।’ আর ‘তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালবাসো।’”
Esplora লূকলিখিত সুসমাচার 10:27
4
লূকলিখিত সুসমাচার 10:2
তিনি তাঁদের বললেন, “শস্য প্রচুর হয়েছে, কিন্তু তা কাটার জন্য মজুরের সংখ্যা অল্প, তাই শস্যের যিনি মালিক তাঁর কাছে প্রার্থনা কর, যেন তিনি তাঁর ফসল কাটার জন্য মজুর পাঠান।
Esplora লূকলিখিত সুসমাচার 10:2
5
লূকলিখিত সুসমাচার 10:36-37
এখন বল, “এই তিন জনের মধ্যে সেই ডাকাত দলের হাতে পড়া লোকটির প্রকৃত প্রতিবেশী কে?” সে বলল, “যে লোকটি তার প্রতি দয়া করল।” তখন যীশু তাকে বললেন, “সে যেমন করল, যাও তুমি গিয়ে তেমন কর।”
Esplora লূকলিখিত সুসমাচার 10:36-37
6
লূকলিখিত সুসমাচার 10:3
“যাও! আর মনে রেখো, নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতোই আমি তোমাদের পাঠাচ্ছি।
Esplora লূকলিখিত সুসমাচার 10:3
Home
Bibbia
Piani
Video