1
প্রেরিতদের কার্য্য 3:19
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
অতএব, তোমরা মন ফেরাও, ও ফের, যেন তোমাদের পাপ সব মুছে ফেলা হয়, যেন এরূপে ঈশ্বরের কাছ থেকে আত্মিক বিশ্রাম আসে
Kokisana
Luka প্রেরিতদের কার্য্য 3:19
2
প্রেরিতদের কার্য্য 3:6
তখন পিতর উত্তর করে বললেন, “রূপা কিংবা সোনা আমার কাছে নেই কিন্তু যা আছে তা তোমাকে দেবো, নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে হেঁটে বেড়াও।”
Luka প্রেরিতদের কার্য্য 3:6
3
প্রেরিতদের কার্য্য 3:7-8
পরে পিতর তার ডান হাত ধরে তুললেন, তাতে তখনই তার পা এবং পায়ের গোড়ালী সবল হলো। আর সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং সে হাঁটতে হাঁটতে, কখনও লাফাতে লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সাথে উপাসনা প্রাঙ্গণে প্রবেশ করলো।
Luka প্রেরিতদের কার্য্য 3:7-8
4
প্রেরিতদের কার্য্য 3:16
আর প্রভুর নামে বিশ্বাসে এই ব্যক্তি সবল হয়েছে, যাকে তোমরা দেখছ ও চেন, যীশুতে তাঁর বিশ্বাসই তোমাদের সকলের সামনে তাঁকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়েছে।
Luka প্রেরিতদের কার্য্য 3:16
Ndako
Biblia
Bibongiseli
Bavideo