1
প্রেরিতদের কার্য্য 4:12
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
আর অন্য কারোও কাছে পরিত্রান নেই, কারণ আকাশের নীচে ও মানুষদের মধ্যে দত্ত এমন আর কোনোও নাম নেই যে নামে আমরা পরিত্রান পেতে পারি।
Kokisana
Luka প্রেরিতদের কার্য্য 4:12
2
প্রেরিতদের কার্য্য 4:31
তারা যে স্থানে একত্র হয়ে প্রার্থনা করেছিলেন সেই মুহূর্তে সেই জায়গায় কেঁপে উঠেছিল এবং তাঁরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন ও সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকলেন।
Luka প্রেরিতদের কার্য্য 4:31
3
প্রেরিতদের কার্য্য 4:29
আর এখন হে প্রভু তাদের ভয় প্রদর্শনের প্রতি দেখো; এবং তোমার এই দাসেদের দৃঢ় সাহসের সঙ্গে তোমার কথা বলার শক্তি দাও, রোগ ভালো হয় তাই আশীর্বাদ করো
Luka প্রেরিতদের কার্য্য 4:29
4
প্রেরিতদের কার্য্য 4:11
তিনি সেই পাথর যেটি গাঁথকেরা যে আপনারা আপনাদের দ্বারাই অবহেলিত হয়েছিল, যা কোন প্রধান প্রস্তর হয়ে উঠেছে।
Luka প্রেরিতদের কার্য্য 4:11
5
প্রেরিতদের কার্য্য 4:13
সেদিন পিতর ও যোহনের সাহস দেখে এবং এরা যে অশিক্ষিত সাধারণ লোক এটা দেখে তারা অবাক হয়েছিলেন এবং চিনতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গে ছিলেন।
Luka প্রেরিতদের কার্য্য 4:13
6
প্রেরিতদের কার্য্য 4:32
আর যে বহুলোক যারা বিশ্বাস করেছিল, তারা এক হৃদয় ও এক প্রাণের বিশ্বাসী ছিল; তাদের একজনও নিজের সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলত না, কিন্তু তাদের সব কিছু সর্ব সাধারণের থাকত।
Luka প্রেরিতদের কার্য্য 4:32
Ndako
Biblia
Bibongiseli
Bavideo