আদিপুস্তক ভূমিকা

ভূমিকা
পবিত্র বাইবেলের প্রথম বইটা হল আদিপুস্তক, আরম্ভ বা শুরুর বই। এতে আছে পুরুষ, স্ত্রীলোক, বিয়ে, পাপ, উৎসর্গের অনুষ্ঠান, শহর, ব্যবসা, চাষবাস, গান-বাজনা, উপাসনা, বিভিন্ন ভাষা, জাতি ও দেশ ইত্যাদির আরম্ভের লিখিত বিবরণ। প্রথম ১১ অধ্যায়ে এই সব বিষয়ের আরম্ভের কথা লেখা আছে। ১২-৫০ অধ্যায়ে ইস্রায়েল জাতির আরম্ভের কথা বলা হয়েছে। আদিপিতা অব্রাহাম এবং তাঁর ছেলে ইস্‌হাক ও তাঁর নাতি যাকোবের জীবনী এবং যাকোবের বারোজন ছেলেদের (বিশেষ করে যোষেফের) জীবনী থেকে যে ইতিহাস পাওয়া যায় তা থেকে পাঠকেরা অনুপ্রেরণা লাভ করে। বাকী পবিত্র বইগুলো ঠিকভাবে বুঝবার জন্য আদিপুস্তক ভাল করে জানা দরকার। আদিপুস্তক হল মোশির লেখা পাঁচটা বইয়ের মধ্যে প্রথম বই। এই বইগুলোকে একসংগে মাঝে মাঝে আইন-কানুনও বলা হয়।
বিষয় সংক্ষেপ:
(ক) বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাসের শুরু (১-১১ অধ্যায়)
(১) সৃষ্টি (১ ও ২ অধ্যায়)
(২) মানুষের পাপে পতন থেকে মহাবন্যা পর্যন্ত (৩-৫ অধ্যায়)
(৩) মহাবন্যার বিবরণ (৬-৯ অধ্যায়)
(৪) বিভিন্ন জাতি ও বাবিলের উঁচু ঘর (১০ ও ১১ অধ্যায়)
(খ) ইস্রায়েল জাতির আদিপিতারা (১২-৫০ অধ্যায়)
(১) অব্রাহাম (১২:১-২৫:১০ পদ)
(২) ইস্‌হাক (২৫:১১-২৬:৩৫ পদ)
(৩) যাকোব (২৭-৩৬ অধ্যায়)
(৪) যোষেফ (৩৭-৫০ অধ্যায়)

Одоогоор Сонгогдсон:

আদিপুস্তক ভূমিকা: SBCL

Тодруулга

Хуваалцах

Хувилах

None

Тодруулсан зүйлсээ бүх төхөөрөмждөө хадгалмаар байна уу? Бүртгүүлэх эсвэл нэвтэрнэ үү