আদিপুস্তক 6

6
মহাপ্লাবন
1পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। তাদের অনেক কন্যাসন্তানও জন্মগ্রহণ করল।#ইয়োব 1:6; 2:1 2দিব্যপুরুষেরা#6:2 দিব্য পুরুষেরাঃ পাঠান্তর = দেবপুত্রেরা মানব-কন্যাদের সুন্দরী দেখে পছন্দমত তাদের বিবাহ করতে লাগল। 3প্রভু পরমেশ্বর তখন বললেন, আমার দেওয়া প্রাণবায়ু মানুষের মধ্যে চিরকাল থাকবে না, কারণ মানুষ মাংসপিণ্ড মাত্র। তার আয়ু হবে একশো কুড়ি বছর। 4তখনকার দিনে পৃথিবীতে বিশালাকায় মানবগোষ্ঠীর বাস ছিল। দিব্যপুরুষেরা মানবকন্যাদের সঙ্গে সহবাস করলে তাদের গর্ভেও অনেক সন্তান জন্মগ্রহণ করল। তারাই ছিল সেইকালের বিখ্যাত বীরপুরুষ।#গণনা 13:33
5প্রভু পরমেশ্বর দেখলেন, পৃথিবীতে মানুষের দুষ্কর্ম অত্যধিক বেড়ে গিয়েছে। তাদের অন্তর সারাক্ষণ কেবল মন্দ চিন্তা ও কল্পনায় ব্যাপৃত।#মথি 24:37; লুক 17:26; ১ পিতর 3:20 6পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য প্রভু পরমেশ্বর দুঃখিত হলেন এবং অন্তরে গভীর ব্যথা অনুভব করলেন। 7তাই প্রভু পরমেশ্বর বললেন, আমি উচ্ছিন্ন করব এই পৃথিবী থেকে আমার সৃষ্ট মানুষকে আর সেই সঙ্গে পশু, সরীসৃপ ও আকাশের পাখীদেরও। এদের সৃষ্টি করার জন্য আমি দুঃখিত। 8কিন্তু নোহ প্রভু পরমেশ্বরের অনুগ্রহভাজন ছিলেন।
মহাপ্লাবনের পূর্বাভাস
9নোহের কাহিনীঃ নোহ তখনকার লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধপুরুষ ছিলেন। তিনি ঈশ্বরের সান্নিধ্যে জীবন যাপন করতেন।#২ পিতর 2:5 10নোহের তিন পুত্র ছিল, শেম, হাম ও যাফত।#6:10 যাফতঃ শব্দটিতে হিব্রু শব্দের “বৃদ্ধি” অর্থের প্রতিধ্বনি পাওয়া যায়। 11সেই সময় পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে ভ্রষ্ট ও দৌরাত্মে পরিপূর্ণ ছিল। 12ঈশ্বর পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করে দেখলেন, পৃথিবী ভ্রষ্ট হয়েছে, কারণ পৃথিবীর সমস্ত মানুষই তখন বিপথগামী হয়েছিল।
13ঈশ্বর নোহকে বললেন, আমি দেখছি পৃথিবীর সকল প্রাণীর অন্তিম কাল ঘনিয়ে এসেছে, তাদের দৌরাত্ম্যে পৃথিবী আজ পরিপূর্ণ। দেখ, আমি পৃথিবীর সঙ্গে সঙ্গে তাদেরও ধ্বংস করব। 14তুমি গোফর কাঠের একটি জাহাজ তৈরী কর। কাঠের লম্বা ফালি দিয়ে সেটি তৈরী করবে এবং তার ভিতরে ও বাইরে আলকাতরার প্রলেপ দেবে। 15জাহাজটি এইভাবে তৈরী করবেঃ সেটি হবে তিনশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া এবং ত্রিশ হাত উঁচু। 16তুমি এক হাত ঢাল রেখে জাহাজের ছাদ তৈরী করবে এবং জাহাজের পাশে দরজা রাখবে। 17জাহাজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তল নির্মাণ করবে। দেখ, আকাশের নীচে জীবিত যত প্রাণী আছে তাদের সকলকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আমি জলপ্লাবন আনব আর তার ফলে পৃথিবীর সকল প্রাণী মৃত্যুমুখে পতিত হবে। 18কিন্তু তোমার সঙ্গে আমি এক সম্বন্ধ স্থাপন করব। তুমি নিজের স্ত্রী, পুত্র ও পুত্রবধূদের সঙ্গে নিয়ে জাহাজে প্রবেশ করবে। 19আর সমস্ত জাতের জীবজন্তুর মধ্য থেকে স্ত্রী ও পুরুষ এক এক জোড়া সংগ্রহ করে তাদের প্রাণ রক্ষার জন্য নিজের সঙ্গে জাহাজে নেবে। 20সকল জাতের পাখী, পশু ও ভূচর সরীসৃপ প্রাণ রক্ষার জন্য তোমার সঙ্গে জাহাজে প্রবেশ করবে। 21তোমার ও তাদের খাওয়ার জন্য সব রকমের খাদ্যবস্তু সংগ্রহ করে মজুত করে রাখবে।
22নোহ ঈশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজই করলেন।#হিব্রু 11:7

Qhakambisa

Dlulisela

Kopisha

None

Ufuna ukuthi okuvelele kwakho kugcinwe kuwo wonke amadivayisi akho? Bhalisa noma ngena ngemvume