1
লূকলিখিত সুসমাচার 23:34
পবিত্র বাইবেল
তখন যীশু বললেন, “পিতা, এদের ক্ষমা কর, কারণ এরা যে কি করছে তা জানে না।” তারা পাশার ঘুঁটি চেলে গুলিবাঁট করে নিজেদের মধ্যে তাঁর পোশাকগুলি ভাগ করে নিল।
సరిపోల్చండి
লূকলিখিত সুসমাচার 23:34 ని అన్వేషించండి
2
লূকলিখিত সুসমাচার 23:43
যীশু তাকে বললেন, “আমি তোমায় সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরমদেশে উপস্থিত হবে।”
লূকলিখিত সুসমাচার 23:43 ని అన్వేషించండి
3
লূকলিখিত সুসমাচার 23:42
এরপর সে বলল, “যীশু আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমার কথা মনে রাখবেন।”
লূকলিখিত সুসমাচার 23:42 ని అన్వేషించండి
4
লূকলিখিত সুসমাচার 23:46
যীশু চিৎকার করে বললেন, “পিতা আমি তোমার হাতে আমার আত্মাকে সঁপে দিচ্ছি।” এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ফেললেন।
লূকলিখিত সুসমাচার 23:46 ని అన్వేషించండి
5
লূকলিখিত সুসমাচার 23:33
তারা “মাথার খুলি” নামে একটা জায়গায় এসে পৌঁছাল, সেখানে ঐ দুজন অপরাধীর সঙ্গে তারা যীশুকে ক্রুশে বিদ্ধ করল। তারা একজনকে তাঁর বাঁদিকে, আর অন্যজনকে তাঁর ডানদিকে ক্রুশে টাঙিয়ে দিল।
লূকলিখিত সুসমাচার 23:33 ని అన్వేషించండి
6
লূকলিখিত সুসমাচার 23:44-45
তখন বেলা প্রায় বারোটা; আর সেই সময় থেকে তিনটা পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল। সেই সময় সূর্যের আলো দেখা গেল না; আর মন্দিরের মধ্যে ভারী পর্দাটা মাঝখানে থেকে চিরে দুভাগ হয়ে গেল।
লূকলিখিত সুসমাচার 23:44-45 ని అన్వేషించండి
7
লূকলিখিত সুসমাচার 23:47
সেখানে উপস্থিত শতপতি এইসব ঘটনা দেখে ঈশ্বরের প্রশংসা করে বলে উঠলেন, “ইনি সত্যিই নির্দোষ ছিলেন!”
লূকলিখিত সুসমাচার 23:47 ని అన్వేషించండి
హోమ్
బైబిల్
ప్రణాళికలు
వీడియోలు