1
ইউহোন্না 11:25-26
Kitabul Mukkadas
ঈসা মার্থাকে বললেন, “আমিই পুনরুত্থান ও জীবন। যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত হবে। আর যে জীবিত আছে এবং আমার উপর ঈমান আনে সে কখনও মরবে না। তুমি কি এই কথা বিশ্বাস কর?”
Порівняти
Дослідити ইউহোন্না 11:25-26
2
ইউহোন্না 11:40
ঈসা মার্থাকে বললেন, “আমি কি তোমাকে বলি নি, যদি তুমি বিশ্বাস কর তবে আল্লাহ্র মহিমা দেখতে পাবে?”
Дослідити ইউহোন্না 11:40
3
ইউহোন্না 11:35
তখন ঈসা কাঁদলেন।
Дослідити ইউহোন্না 11:35
4
ইউহোন্না 11:4
এই কথা শুনে ঈসা বললেন, “এই অসুখ তার মৃত্যুর জন্য হয় নি বরং আল্লাহ্র মহিমা প্রকাশের জন্যই হয়েছে, যেন এর মধ্য দিয়ে ইব্নুল্লাহ্র মহিমা প্রকাশ পায়।”
Дослідити ইউহোন্না 11:4
5
ইউহোন্না 11:43-44
এই কথা বলবার পরে ঈসা জোরে ডাক দিয়ে বললেন, “লাসার, বের হয়ে এস।” যিনি মারা গিয়েছিলেন তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন। তাঁর হাত-পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তাঁর মুখ রুমালে বাঁধা ছিল। ঈসা লোকদের বললেন, “ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও।
Дослідити ইউহোন্না 11:43-44
6
ইউহোন্না 11:38
এতে ঈসা দিলে আবার অস্থির হলেন এবং কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা। সেই গুহার মুখে একটা পাথর বসানো ছিল।
Дослідити ইউহোন্না 11:38
7
ইউহোন্না 11:11
এই সব কথা বলবার পরে ঈসা সাহাবীদের বললেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি।”
Дослідити ইউহোন্না 11:11
Головна
Біблія
Плани
Відео