1
যোহন 6:35
বাংলা সমকালীন সংস্করণ
যীশু তখন ঘোষণা করলেন, “আমিই সেই জীবন-খাদ্য। যে আমার কাছে আসে, সে কখনও ক্ষুধার্ত হবে না এবং যে আমাকে বিশ্বাস করে, সে কোনোদিনই পিপাসিত হবে না।
तुलना
अन्वेषण गर्नुहोस् যোহন 6:35
2
যোহন 6:63
পবিত্র আত্মাই জীবন দান করেন, মাংস কিছু উপকারী নয়। তোমাদের কাছে আমি যেসব কথা বলেছি সেই বাক্যই আত্মা এবং জীবন।
अन्वेषण गर्नुहोस् যোহন 6:63
3
যোহন 6:27
যে খাদ্য নষ্ট হয়ে যায় তার জন্য নয়, বরং অনন্ত জীবনব্যাপী স্থায়ী খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো। মনুষ্যপুত্রই তোমাদের সেই খাদ্য দান করবেন। পিতা ঈশ্বর তাঁকেই মুদ্রাঙ্কিত করেছেন।”
अन्वेषण गर्नुहोस् যোহন 6:27
4
যোহন 6:40
কারণ আমার পিতার ইচ্ছা এই, পুত্রের দিকে যে দৃষ্টিপাত করে তাঁকে বিশ্বাস করে, সে যেন অনন্ত জীবন লাভ করে। আর শেষের দিনে আমি তাকে উত্থাপিত করব।”
अन्वेषण गर्नुहोस् যোহন 6:40
5
যোহন 6:29
যীশু উত্তর দিলেন, “ঈশ্বরের কাজ হল এই: তিনি যাঁকে পাঠিয়েছেন, তোমরা তাঁকে বিশ্বাস করো।”
अन्वेषण गर्नुहोस् যোহন 6:29
6
যোহন 6:37
পিতা যাদের আমাকে দেন, তাদের সবাই আমার কাছে আসবে, আর যে আমার কাছে আসে, তাকে আমি কখনও তাড়িয়ে দেব না।
अन्वेषण गर्नुहोस् যোহন 6:37
7
যোহন 6:68
শিমোন পিতর তাঁকে উত্তর দিলেন, “প্রভু, আমরা কার কাছে যাব? আপনার কাছেই আছে অনন্ত জীবনের বাক্য।
अन्वेषण गर्नुहोस् যোহন 6:68
8
যোহন 6:51
আমিই স্বর্গ থেকে নেমে আসা সেই জীবন-খাদ্য। যদি কেউ এই খাদ্যগ্রহণ করে, সে চিরজীবী হবে। আমার মাংসই এই খাদ্য, যা জগতের জীবন লাভের জন্য আমি দান করব।”
अन्वेषण गर्नुहोस् যোহন 6:51
9
যোহন 6:44
পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না, আর শেষের দিনে আমি তাকে উত্থাপিত করব।
अन्वेषण गर्नुहोस् যোহন 6:44
10
যোহন 6:33
কারণ যিনি স্বর্গ থেকে নেমে এসে জগৎকে জীবন দান করেন, তিনিই ঈশ্বরীয় খাদ্য।”
अन्वेषण गर्नुहोस् যোহন 6:33
11
যোহন 6:48
আমিই সেই জীবন-খাদ্য।
अन्वेषण गर्नुहोस् যোহন 6:48
12
যোহন 6:11-12
তখন যীশু রুটিগুলি নিয়ে ধন্যবাদ দিলেন এবং যারা বসেছিলেন তাদের মধ্যে চাহিদামতো ভাগ করে দিলেন। মাছগুলি নিয়েও তিনি তাই করলেন। সকলে তৃপ্তি করে খাওয়ার পর যীশু তাঁর শিষ্যদের বললেন, “অবশিষ্ট রুটির টুকরোগুলি এক জায়গায় জড়ো করো। কোনো কিছুই যেন নষ্ট না হয়।”
अन्वेषण गर्नुहोस् যোহন 6:11-12
13
যোহন 6:19-20
তাঁরা নৌকা বেয়ে পাঁচ-ছয় কিলোমিটার এগিয়ে যাওয়ার পর যীশুকে জলের উপর দিয়ে হেঁটে নৌকার দিকে আসতে দেখলেন। তাঁরা ভয় পেলেন। কিন্তু তিনি তাঁদের বললেন, “এ আমি, ভয় পেয়ো না।”
अन्वेषण गर्नुहोस् যোহন 6:19-20
होम
बाइबल
योजनाहरू
भिडियोहरू